আমাদের বিদ্যালয়ে প্লে, নার্সারী, কেজি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম মোট আটটি শ্রেণিতে পাঠদান করানো কর।
ভর্তির যোগ্যতা ও আসন
শ্রেণির নাম | শিক্ষার্থীর নূন্যতম বয়স | আসন বিন্যাস |
পাক-প্রাথমিক | ৫ বছর | প্রতিটি শ্রেণির জন্য সর্বোচ্চ ২০(বিশ) জন শিক্ষার্থী নিয়ে প্রতিটি গ্রুপ তৈরি করা হবে। |
প্রথম | ৬ বছর | |
দ্বিতীয় | ৭ বছর | |
তৃতীয় | ৮ বছর | |
চতুর্থ | ৯ বছর | |
পঞ্চম | ১০ বছর |
ভর্তির প্রয়োজনীয় তথ্যাবলি
- অনলাইনে আমাদের ওয়েভসাইট থেকে ভর্তি ফরম নিতে পারবেন অথবা বিদ্যালয় অফিস থেকে ২০০ টাকা ফি প্রদান করে ভর্তির ফরম সংগ্রহ করে ভর্তি হতে পারবেন।
- ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
১। ভর্তিচ্ছুক শিক্ষার্থীর নির্ভুল বাংলা অথবা ইংরেজী ডিজিটাল জন্ম নিবন্ধন এর ফটোকপি। (বাধ্যতামূলক)
২। সদ্য তোলা ২ কপি ছবি।
৩। পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অথবা ডিজিটাল জন্ম সনদের ফটোকপি।
৪। পূর্বে কোন বিদ্যালয়ে ভর্তি থাকলে ঐ বিদ্যলয়ের প্রশংসাপত্র (যদি থাকে)।
৫। অভিভাবকের মোবাইল নাম্বার।
৬। ই-মেল এড্রেস (যদি থাকে)। - ভর্তির ফি, বার্ষিক সেশন ফি, এক মাসের বেতন ও অন্যান্য ফি প্রদান করে ভর্তি নিশ্চিত করতে হবে।
- জানুয়ারী মাসের প্রথম সাপ্তাহ থেকে প্রতিটি শ্রেণির ক্লাস শুরু হবে।
- প্রতি মাসের ০৭(সাত) তারিখের মধ্যে বেতন প্রদান করতে হবে।
বেতন ও ভর্তি ফি
শ্রেণী | ভর্তি ফি | সেশন ফি | মাসিক বেতন |
প্লে | ৬৫০/= | ৫০০/= | ৪০০/= |
নার্সারী | ৬৫০/= | ৫০০/= | ৪০০/= |
কেজি | ৬৫০/= | ৫০০/= | ৪০০/= |
প্রথম | ৬৫০/= | ৫০০/= | ৪৫০/= |
দ্বিতীয় | ৬৫০/= | ৫০০/= | ৪৫০/= |
তৃতীয় | ৬৫০/= | ৫০০/= | ৫০০/= |
চতুর্থ | ৬৫০/= | ৫০০/= | ৫০০/= |
পঞ্চম | ৬৫০/= | ৫০০/= | ৫০০/= |
গুরুত্বপূর্ণ লিংকঃ
জরুরী হটলাইনঃ

করোনা ভাইরাস প্রতিরোধে যোগাযোগঃ
